
World Environment Day 2021
আজ ৫ জুন, বিশ্ব পরিবেশ দিবস-World Environment Day 2021। ১৯৭৩ সালে জাতিসংঘের পরিবেশ বিষয়ক এক সম্মেলনের প্রথম দিন ৫ জুনকে ‘পরিবেশ দিবস’ হিসেবে ঘোষণা দেয়া হয় এবং ১৯৭৪ সাল থেকে বিশ্বজুড়ে প্রতিবছর দিবসটি পালন করা হচ্ছে। এবং বাংলাদেশে ১৯৭২ সাল থেকেই দিবসটি ‘জাতীয় বৃক্ষরোপণ অভিযান’ হিসেবে পালিত হয়ে আসছে।
বিশ্ববাসীকে পরিবেশের গুরুত্ব এবং বিভিন্ন সমস্যা সম্পর্কে সচেতন করাই World Environment Day 2021 এর উদ্দেশ্য। এবারের প্রতিপাদ্য হচ্ছে ‘প্রতিবেশ পুনরুদ্ধার, হোক সবার অঙ্গীকার’ এবং স্লোগান হচ্ছে ‘প্রকৃতিকে সংরক্ষণ করি, প্রজন্মকে সম্পৃক্ত করি’।World Environment Day 2021 এর পাশাপাশি বাংলাদেশে ‘জাতীয় বৃক্ষরোপণ অভিজান- ২০২১’ এর প্রতিপাদ্য রাখা হয়েছে ‘মুজিববর্ষে অঙ্গীকার করি, সোনার বাংলা সবুজ করি’।
করোনার মহামারীতে সমগ্র বিশ্ব পরিবেশের কাছে হার মেনেছে এবং তা রক্ষা করার গুরুত্ব একটু হলেও বুঝেছে। বর্তমান অন্ধকারাচ্ছন্ন পরিস্থিতিকে স্বাভাবিক করার একমাত্র উপায় হচ্ছে পরিবেশের প্রতি সচেতনতা। যদিও পরিবেশ রক্ষার এই চেষ্টা বহুবছর ধরেই চলে আসছে, তবুও সকল মানুষের মধ্যে এই সচেতনতা জাগিয়ে তোলা সম্ভব হচ্ছে না। বৃক্ষ নিধন, সমুদ্রে প্লাস্টিকের আবর্জনা ও পলিথিন ফেলার মতো কার্যক্রম চলছেই। তবে বর্তমানে বিশ্বজুড়ে বিভিন্ন সংগঠন গড়ে উঠেছে যারা তাদের সেচ্ছাসেবীদের নিয়ে পরিবেশ সংরক্ষণের কাজ করে যাচ্ছে।
পরিবেশ দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বৈশ্বিক মহামারি কোভিড-১৯ করোনাভাইরাসের কারণে মানবজাতি ও অর্থনীতি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হলেও প্রকৃতি যেন কিছুটা প্রাণ ফিরে পেয়েছে। সারাবিশ্বে একসঙ্গে লকডাউন হওয়ায় পরিবেশ দূষণ কমেছে, পৃথিবী একটি গাঢ় সবুজ গ্রহে পরিণত হয়েছে। এই মহামারি থেকে শিক্ষা নিয়ে মানুষ একটি সবুজ-পৃথিবী সৃষ্টিতে মনোনিবেশ করবে বলে আমার বিশ্বাস।’
‘আমাদের পরিবেশের উপরই আমাদের সুস্থ থাকা নির্ভর করে’- চলমান মহামারী থেকে আমাদের এটাই শিক্ষা নেয়া উচিৎ। আমরা বৃক্ষরোপণ করবো এবং পরিবেশকে সংরক্ষণ করবে যাতে বাস্তুতন্ত্র সংরক্ষিত হয়।
World Environment Day 2021
করোনা ভাইরাস এর সর্বশেষ পরিস্থিতি নিয়ে পড়তে ক্লিক করুন
ক্ষতিকর ব্ল্যাক ফাঙ্গাস নিয়ে পড়তে ক্লিক করুনঃ
One Comment