স্বাক্ষাতকারে তরুণ উদ্যােক্তা তানজীর আরাফাত তূর্য

বিহাইন্ড দ্যা স্টাডি নামক অনলাইন ট্যালেন্ট শেয়ারিং প্লাটফর্মের প্রতিষ্ঠাতা মোঃ তানজীর আরাফাত তূর্য তার ইচ্ছা,উদ্দেশ্য ও কঠিন পরিশ্রমের সম্বনয়ে বর্তমানে একজন সফল তরুণ উদ্যােক্তা।
২০০৫ সালের ৬ অক্টোবর তূর্যের জন্ম।২০২১ সালে ঢাকার স্বনামধন্য আইডিয়াল স্কুল থেকে মাধ্যমিক দিয়েছেন তিনি এবং বর্তমানে শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের প্রথম বর্ষের ছাত্র।
উদ্যােক্তা জীবন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তূর্য বলেন,
আমি চাই পড়া লেখার পাশাপাশি যেনো স্টুডেন্টরা অন্যান্য স্কিলগুলো শো করতে পারে এবং সেগুলো গ্রো করতে পারে।প্রত্যান্ত অঞ্চলের একজন শিক্ষার্থীও যেন তার নিজের ভেতরে থাকা প্রতিভা সকলের সামনে শেয়ার করতে পারে সেই ব্যবস্থা করে দেয়ার সুযোগ করে দিতে চাই এবং আমাদের সামনে ম্যাগাজিন এবং ব্লগ সাইটের জন্য আরও কিছু বিষয় আসবে তা নিয়ে আমি ব্যাপুল আশাবাদী।
তূর্য আরো বলেন, তার প্ল্যাটফর্মের সর্বশেষ কুইজ আয়োজনে অনলাইনে প্রতিযোগী ছিলো ১৫ হাজারের অধিক,দেশের মানুষের প্রতিভা বিকাশে কাজ করে যেতে চান তূর্য।
উদ্যােক্তা হবার ইচ্ছেটা কিভাবে শুরু হলো?আর উদ্যােক্তা হয়ে উঠতে কোনো সমস্যার মুখোমুখি হতে হয়েছিলো কি তোমার?
তূর্য- সমস্যা তো ছিলোই। প্ল্যানের মধ্যে গ্যাপ থাকতো কিন্তু, যতোদিন যাচ্ছে আমি নিজেও শিখছি এবং আরো গ্রো করার চেষ্টা করছি
পরিবার থেকে সাপোর্ট কেমন?
তূর্য- প্রথমে খুব একটা সাপোর্ট পাইনি, কিন্তু এখন আলহামদুলিল্লাহ্ পাচ্ছি যদিও আমার বাবা মা কে আমার কাজ, ইচ্ছা নিয়ে বুঝাতে অনেক সময় লেগেছে।