ম্যাজিশিয়ান থেকে রাশেদ আজ বাংলার মিঃবিন

মিঃবিন নামটি যেনো মিশে আছে প্রতিটি মানুষের মনের সাথে। হাসি-বিনোদনের জন্য পরিচিত মুখ মিঃবিন পুরো পৃথিবীর প্রতিটি মানুষেট কাছে একইভাবে পরিচিত।সম্প্রতি বাংলাদেশের জাদুশিল্পী রাশেদ মিঃবিনের সাজে পেয়েছেন ব্যাপুল জনপ্রিয়তা।
রাশেদের সাথে একান্ত সাক্ষাতকার তুলে ধরা হলোঃ
আপনার পুরো নাম
- মোঃ রাসেদ শিকদার
জন্ম তারিখ
-৫অক্টোবর ১৯৯৮
স্টাডি ক্যারিয়ার
-এসএসসি ২০১৪ (কাজিরহাট উচ্চ বিদ্যালয়, পাবনা)
এইচএসসি ২০১৮ (দিঘাপতিয়া এম.কে কলেজ, নাটোর)
বর্তমান বিএসএস ২য় বর্ষ (লকডাউন) (সরকারি এডওয়ার্ড কলেজ, পাবনা)
জাদুকর হলেন কি করে
-ছোটবেলায় আমাদের স্কুলে এক ম্যাজিশিয়ান ম্যাজিক দেখিয়েছিলেন। তিনি মাটি দিয়ে অনেকগুলো লজেন্স তৈরি করে ছড়িয়ে দিয়েছিলেন। আমিও একটি লজেন্স পেয়েছিলাম খেয়ে খুব মজা পেলাম। মনে মনে ভাবলাম, আমি যদি জাদুকর হই, তাহলে কেমন হয়?
ফ্রিতে লজেন্স খেতে পারব।
তখন থেকেই এই ভাবনাটা মাথায় ঢুকল। পর্যায় ক্রমে সন্ধান করতে করতে দেখা পেলাম প্রিন্স আকাশ নামের এক জাদুকরের (২০১০)। তার হাত ধরেই জাদুর জগতে পদার্পণ। তারপর বেশ কিছু ম্যাজিশিয়ানের সান্নিধ্য পেয়েছি, উল্লেখযোগ্য আশীষ কুমার মন্ডল, প্রিন্স আলমগীরসহ আরো অনেকে।
জাদুকর থেকে মিঃ বিনে রুপান্তর হলেন কিভাবে
-ম্যাজিশিয়ানদের মঞ্চের পোশাকের মধ্যে কোট, টাই অন্যতম। আমি যখন মঞ্চে উঠতাম তখন কোট, টাই পরিধান করতাম। অনেকেই বলতো আমার ফেসটা মিস্টার বিন এর সাথে মিলে যায় কিন্তু আমি সেগুলোতে কর্ণপাত করিনি বরং বিরক্ত হয়েছি। এম রহমান নামের একজন ম্যাজিশিয়ান একদিন আমাকে বললেন,
রাসেদ, তুমি ম্যাজিশিয়ান কিন্তু তোমার ফেসটা মিস্টার বিন এর সাথে অনেকটাই মিলে যায়। তুমি এটাকেও ট্রাই করতে পারো। আশা করি ভালো কিছু হবে না। সেই থেকেই চেষ্টা করা।