fbpx
বাংলাদেশশিক্ষাসাহিত্য

ছন্দে ছন্দে মাইকেল মধুসূদন দত্ত

মাইকেল মধুসূদন দত্ত ২৫ জানুয়ারি ১৮২৪ সালে যশোর জেলার কেশবপুর থানার সাগরদাঁড়ি গ্রামে জন্ম গ্রহণ করেন। তাঁকে বাংলা সাহিত্যের বিদ্রোহী কবি ও রোমান্টিক কবি বলা হয়। তিনি বাংলা সাহিত্যে আধুনিকতার প্রবর্তক । তিনি প্রথম বাংলা সাহিত্যে অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তন করেন। ১৮৪৩ সালে তিনি খ্রিষ্ট ধর্ম গ্রহণ করেন। ২৯ জুন ১৮৭৩ সালে তিনি কলকাতার আলিপুর হাসপাতালে মৃত্যুবরণ করেন।

  নাটক

   কৃষ্ণকুমারী (বাংলা সাহিত্যে প্রথম সার্থক ট্রাজেডি নাটক)

   শর্মিষ্ঠা (বাংলা সাহিত্যে প্রথম সার্থক নাটক)

   রিজিয়া (অসমাপ্ত নাটক)

   সূভদ্রা (নাট্য কাব্য)

   পদ্মাবতী (কমেডি নাটক)

   মায়াকানন (বিয়োগান্ত নাটক)

  মনে_রাখুন –কিশোরি সূপমা

   কি=কৃষ্ণকুমারী (বাংলা সাহিত্যে প্রথম সার্থক ট্রাজেডি নাটক)

   শো=শর্মিষ্ঠা (বাংলা সাহিত্যে প্রথম সার্থক নাটক)

   রি= রিজিয়া (অসাপ্ত নাটক)

    সূ-সূভদ্রা (নাট্য কাব্য)

   প=পদ্মাবতী (কমেডি নাটক)

   মা=মায়াকানন (বিয়োগান্ত নাটক

  কাব্য-

   তিলোত্তমা সম্ভব (কাহিনী কাব্য)

   মেঘনাতবধ (মহাকাব্য)

   ব্রজঙ্গনা (রাধা ও কুষ্ণ বিষয়ক গীতিকা)

   বীরাঙ্গনা (পত্রকাব্য)

  মনে_রাখুন

মাইকেল তিলোত্তমা সম্ভব কাহিনী কাব্য লিখে তিন জন মহিলা যথা মেঘনাতবধ, ব্রজঙ্গনা ও বীরাঙ্গনা নিকট চতুর্দশপদী কবিতা লিখে পাঠালেন।

  প্রহসন

   একই কি বলে সভ্যতা

   বুড়ো শালিকের ঘাড়ে রোঁ।

  নোট-

  অমিত্রাক্ষর ছন্দ-যে কবিতার চরণে অন্তমিল থাকে না তাকে অমিত্রাক্ষর ছন্দ বলে।

  প্রহসন- সামাজিক যে কোন বিষয়ের অসঙ্গতি নিয়ে রচিত নাটককে প্রহসন বলে।

  পত্রকাব্য-পত্র আকারে রচিত কাব্যকে পত্রকাব্য বলে।

  মাইকেল_মধুসূদন_দত্ত_সম্পর্কিত_তথ্যকণিকা

সনেটে বা চতুর্দশপদী কবিতায় ১৪ টি লাইন থাকে । প্রথম ৮ লাইনকে অষ্টক এবং শেষের ৬ লাইনকে ষষ্টক বলে।

মাইকেল প্রথম সার্থক নাট্যকার ও প্রহসন রচয়িতা।

বাংলা কাব্য সাহিত্যে আধুনিকতার জনক কে– মাইকেল মধুসূদন দত্ত।

বাংলা সাহিত্যে প্রথম মহাকবি– মাইকেল মধুসূদনন দত্ত।

মাইকেল মধুসূদন দত্তের নাটক কোনটি—কৃষ্ণকুমারী।

মাইকেল মধুসূদন দত্ত কোন গ্রামে জন্মগ্রহণ করেন—সাগরদাঁড়ি গ্রামে।

মধুসূদন খ্রিষ্টধর্মে দীক্ষিত হন-১৮৪৩ সালে।

মাইকেল মধুসূদন কোন শতাব্দীতে জীবিত ছিলেন উনবিংশ শতাব্দীতে।

দত্তকুলোদ্ভব কবি কে– মাইকেল মধুসূদন দত্ত

রাধা-কৃষ্ণ বিষয়ক গীতিকা কোনটি–ব্রজঙ্গনা।

কপোতাক্ষ নদ কোন জাতীয় রচনা–সনেট।

অলীক কুনাট্য রঙ্গে,মজে লোক রাঢ়ে ও বঙ্গে-কার উক্তি–মাইকেল মধুসূদন দত্ত

মধুসূদন যে সাহিত্য রচনা করে অমর হয়ে রয়েছেন

বাংলা সাহিত্যে প্রথম সার্থক মহাকাব্য—-মেঘনাদবধ

মেঘনাদবধ কাব্যে স্বর্গ সংখ্যা ৯টি।

মেঘনাদবধ কোন ছন্দে রচিত-অমিত্রাক্ষর ছন্দে

মেঘনাদবধ কাব্যে যুদ্ধের সময় পশ্চিম দুয়ারে রক্ষক হিসেবে কে ছিলেন-বীরবল।

আমি কি ডরাই সখি ভিখারী রাঘবে–ভিখারী রাঘব কে-রাম।

বীরাঙ্গনা পত্র কাব্যে পত্র সংখ্যা কত–১১টি

তিনি ১৭ ফেব্রয়ারি ১৮৯৯ সালে বরিশালে জন্ম গ্রহণ করেন। তার আদি নিবাসে গাওপাড়া,বিক্রমপুরে। তিনি ২২ অক্টোবর ১৯৫৪ সালে ট্রাম,দুর্ঘটনায় মারা যান।

ছদ্মনাম

শ্রীং

কালপুরুষ

#উপাধি

ধূসরতার কবি

প্রকৃতির কবি

তিমির হননের কবি

শুদ্ধতম কবি

চিত্ররূপময় কবি

রূপসী বাংলার কবি

নির্জনতার কবি

পরাবাস্তববাদী কবি

#পারিবারিক পদবীঃ দাশগুপ্ত

কাব্যগ্রন্থ মধুসূদন দত্ত: 

০১. ঝরাপালক (প্রথম কাব্যগ্রন্থ)

০২. ধূসর পান্ডলিপি

০৩. বনলতা সেন

০৪. মহাপৃথিবী

০৫. সাতটি তারার তিমি

০৬. রূপসী বাংলা

০৭. বেলা অবেলা কালবেলা

প্রবন্ধ মধুসূদন দত্ত: 

কবিতার কথা

কেন লিখি

উপন্যাসঃ

জলপাই হাটি

সতীর্থ

কল্যাণী-সম্প্রতিতে খুঁজে পাওয়া গেছে।

মাল্যবান

বিভা

আরো দেখুন

সমবিষয়ক আর্টিকেল

Leave a Reply

Your email address will not be published.