fbpx
বাংলাদেশবিজ্ঞান ও প্রযুক্তিবিশ্ব

মহাকাশ এর আমূল-পরিবর্তন

প্রথম ছবিটা বর্তমানে “Andromeda Galaxy”. যদি রাতের আকাশে ক্লিয়ারলি ভিজিবল থাকতো তাহলে আমরা এরকম দেখতাম।

আর দ্বিতীয় ছবিটা ৩.৮ বিলিয়ন বছর পরে কোনো এক রাতের আকাশের ছবি (যদিও ততদিনে আমাদের সোলার সিস্টেমই বসবাসের উপযোগী থাকবে না)।

Andromeda Galaxy টা প্রতিনিয়ত রিলেটিভ প্রায় 2.19 billion miles/year বেগে আমাদের Milky Way Galaxy এর দিকে অগ্রসর হচ্ছে এবং একসময় আমরা দুই গ্যালাক্সি পরষ্পরের সাথে বাড়ি খাবো। অনেকটা ক্রিস-গেইল এর সাথে মুশফিকুর রহিমের মারামারি বাধার মতন।

দুঃখের বিষয় গ্যালাক্সি হিসেবে আমাদের মিল্কিওয়ে তেমন স্বাস্থ্যবান ও না। Andromeda Galaxy এর তুলনায় তো আমাদের গ্যালাক্সি অনেকটা শিশু।যেখান Andromeda Galaxy টা এতই বড় যে এটার এক প্রান্ত থেকে অপর প্রান্তে আলোর বেগে গেলেও ২ লক্ষ ২০ হাজার বছর লেগে যাবে।

যাই হোক আমরা যারা এই পোস্ট টা পড়তেছি মোটামুটি নিশ্চিত কেউ আগামী ৪ বিলিয়ন বছর বেঁচে থাকবো না। এখন মানুষ যেমন চাঁদের আলো নিয়ে কবিতা লিখে, ১-২ বিলিয়ন বছর পর কোনো এক বিখ্যাত কবি কবিতা লিখবেন রাতের আকাশে Andromeda Galaxy এর সৌন্দর্য্য দেখে। সেই বিখ্যাত কবিতাটাও আমাদের হয়তো পড়া হবে না।মহাবিশ্বের সবচেয়ে অদ্ভুত ভয়ংকর সুন্দর ঘটনাটা দেখা থেকে আমরা বঞ্চিত হবো। এত এত এত সময়! কিন্তু আমাদের সময় হবে না!

ফটো ক্রেডিট গুগল

আরো দেখুন

সমবিষয়ক আর্টিকেল

Leave a Reply

Your email address will not be published.