ফারিহা তাহসিন ইরা ” রাইজিং ফুড ব্লগার

ফারিহা তাহসিন ইরা,একজন নিয়মিত ফুড ব্লগার . তার “Foodiesm” নামে একটি ফেসবুক পেজ রয়েছে যেখানে নিয়মিত বিভিন্ন রকম খাবার নিয়ে নতুন নতুন ব্লগ ও ভিডিও পাওয়া যায় । তার ভিডিও গুলোতে নিত্যনতুন ও ভিন্নতা প্রায়ই দেখা যায় এবং তা খুবই চমকপ্রদ । তার ভিডিও এর বিষয়বস্তু ও কিছুটা ভিন্ন, যার কারনে ইতোমধ্যে দর্শকের মনে তিনি যায়গা করে নিয়েছেন।
ইরার কাছে তার সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি বলেন,
আমার পুরো নাম “ফারিহা তাহসিন ইরা”। 20 জানুয়ারী, আমার জন্ম তারিখ । বর্তমানে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি।
তার পছন্দের Content সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বলেন,
বেশিরভাগ সময় আমি এমন Content দেখতে পছন্দ করি যা খুব খাঁটি, কারণ শ্রোতা হিসাবে আমি এমন Content পছন্দ করি যা সত্য।
আমি ঐতিহ্যবাহী খাবার বা সাংস্কৃতিক খাবারের মাঝে ঐতিহ্য প্রদর্শন, উভয়ই উপভোগ করি। ইরা আরো বলেন, বর্তমানে ইরাএ প্রিয় বাংলাদেশ ভিত্তিক ব্লগার হচ্ছে, Shurovy Tales of A Bong Girl,Rafsan The Chotobhai এবং Petuk Couple.
তার পর্যালোচনা করা সেরা খাবার সম্পর্কে তিনি বলেন,
আমার পর্যালোচনা করা সেরা খাবারটি “আহারিকা”থেকে হবে, কারণ আমি তাদের বেশিরভাগ খাবার সত্যিই পছন্দ করতাম।
দৃষ্টি আনমের ইন্টারভিউ পড়তেঃ https://www.thebddaily.xyz/in-an-interview-with-dristy-anam/
3 page :-
1.Formal Application
2.Project Details, benefits
3.Benefits and payment stuffs
ইরা তার ভবিষ্যত পরিকল্পনা সম্পর্কে বলেন,
আমি অন্য ব্লগিং চ্যানেল খোলার পরিকল্পনা করছি যাতে অদূর ভবিষ্যতে লোকেরা আমাকে কেবলমাত্র খাবারের জন্য নয় আরও বেশি কিছুতে জানতে পারে। এছাড়াও আমার খাবারের বিষয়ে অনেক পরিকল্পনা রয়েছে, যেখানে আমি আমার খাবারের ব্লগিংয়ে আরও বৈচিত্র্য আনার চেষ্টা করব এবং আমার জন্য ভবিষ্যতে আরো কী আছে তা দেখা যাক।
ইরা তার ভক্তদের উদ্দেশ্যে বলেনঃ
আমার ভক্তদের জন্য আমার বার্তাটি হলো, সামাজিক যোগাযোগ মাধ্যমকে শুধুমাত্র দরকারি কাজে ব্যবহার করা। আমরা সবাই ইতিমধ্যে খুব কঠিন সময় পার করছি, তাই বিদ্বেষমূলক বক্তৃতা বা নেতিবাচকতা ছড়িয়ে সোশ্যাল মিডিয়ায় আরও বিশৃঙ্খলা সৃষ্টি না করা এবং ভালো কাজের জন্য অন্যদের উৎসাহিত করা।