আমি সবার ভালোবাসার মানুষ হয়েই রয়ে যেতে চাই- RS Fahim Chowdhury

আরএস ফাহিম চৌধুরী
স্টান্ট রাইডিংয়ের প্রতি ভালোবাসা ছিলো আগে থেকেই। তার স্বপ্নে ও মনে ছিলো বাংলাদেশে স্টান্ড রাইডিংকে অনন্য এক পর্যায়ে নিয়ে যাওয়ার ইচ্ছা, সেই থেকেই শুরু হলো তার ক্যারিয়ার। আসল নাম কামরুল ইসলাম চৌধুরী কিন্তু অধিকাংশ মানুষ তাকে চিনেন আরএস ফাহিম চৌধুরী নামে। ২৬ বছর বয়সের এই যুবকের ভক্তকূলের সংখ্যা যেনো আকাশচুম্বী।
গ্রামের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রামে,বর্তমানে ফাহিম পরিবারের সাথে ঢাকায় থাকেন। মোহোম্মদপুর গভার্নমেন্ট বয়েজ প্রাইমারি স্কুল থেকে প্রাথমিক শিক্ষা অর্জন করেছেন।তারপর ধানমন্ডি আইডিয়াল স্কুল থেকে সম্পূর্ণ করেছেন হাইস্কুল জীবনের শিক্ষা অতপর মোহোম্মদপুর সেন্ট্রাল ইউনিভার্সিটি থেকে সম্পূর্ণ করেন তার শিক্ষা জীবন।২০১২-২০১৩ সালে একটি বাইসাইকেল দিয়ে নিজের স্টান্ট ক্যারিয়ার শুরু করেন তারপর কয়েক বছরপর বাইক স্টান্ট শুরু করেন।
ফাহিম বলেন, আলহামদুলিল্লাহ স্টান্টের দিক দিয়ে আমার অভিজ্ঞতা অনেক ভালো ছিলো তবে এই প্লাটফর্মটাতে সারাজীবন স্টান্ট করলেও অভিজ্ঞতা আরো অনেক বাকি থেকেই যাবে।
প্রশ্ন করা হলো পেশা হিসাবে ইউটিউবিং, ব্যবসা নাকি স্টান্ট কোনটাকে বেছেঁ নিবে?
ফাহিমঃশুরুতেই বলে রাখি ইউটিউব আর স্টান্ট এই ২টা কে আমি কখনো টাকা কামানোর জন্য করিনি কেননা এখানে স্টান্ট হচ্ছে আমার অক্সিজেন আর ইউটিউব হলো আমার পরিবার আমি সবসময় এই ২টা জিনিসকে অনেক মূল্যবান সম্পদ মনে করি আর এই ২টা আমি সবসময় চালিয়ে যাবো এবার কেরিয়ার ভাবেন বা অন্যকিছু। তবে হ্যাঁ হয়তো টাকা উপার্জন করার জন্য আমি ব্যবসা কে নিতে পারি।আর ইউটিউব বা স্টান্ট থেকে যা আসে সেটা আমি আপনারা তো দেখেনি কত দিকে খরচ হয়ে যায়।
স্টান্ট রাইডার হিসেবে অভিজ্ঞতা কেমন পেলে?
আরএস ফাহিম চৌধুরী : সত্যি কথা বলতে কি বাংলাদেশে আপনি স্টান্ট করতে গেলে অনেক বাধার মুখে পরবেন কেননা বাংলাদেশে স্টান্ট করার মতো বাইক পাবেন না লিমিট ক্রসিং করা যায়না অনেক দিকে, তারপর স্টান্ট করে কিছু করার তেমন প্লাটফর্ম ও নেই তাই ঐ দিক দিয়ে ইউটিউব বেছে নেওয়া হয়তো ভালো হবে।তবে আমার ক্ষেত্রে আমি স্টান্ট কে নিয়েই সামনে এগিয়ে যাবো আমার যতটুকু সামর্থ্য হয়
প্রিয় কন্টেন্ট ক্রিয়েটর কে?
ফাহিমঃ অবশ্যই আমার প্রিয় Logan Paul

ভবিষ্যতে ফাহিমের থেকে আমরা আর কি কি পাবো?
ফাহিমঃ এটা এখন না বলি সময় আসলে সবি জেনে যাবেন এখন শুধু আমার জন্য দোয়া করবেন সবাই এটাই আমার চাওয়া।
ভক্তদের প্রতি তোমার বার্তা-
ফাহিমঃ আপনাদের ভালোবাসার কারণেই আমি আজ এতদূর আসতে পেরেছি। আপনাদের কাছে আমি সবসময় এমন ভালোবাসার মানুষ হিসেবেই থাকতে চাই
for more
One Comment